1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনায় এক ব্যক্তির মৃত্যু , নতুন শনাক্ত ১০

রওশন আরা পারভীন শিলা
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩২৩ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ ব্যক্তি।

সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি জেলার ধামইরহাট উপজেলার শাহাপুর গ্রামের সানামুদ্দিনের পুত্র মনিরুল হক (২৬)। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জন-এ।

নতুন করে আক্রান্ত ১০ ব্যক্তির মধ্যে সদর উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ১ জন, পতœীতলা উপজেলায় ৪ জন, ধামইরহাট উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯শ ৭০ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় মোট কোয়ারেনটাইনে নেয় হয়েছে ৫০ ব্যক্তিকে। এদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, রানীনগর উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, বদলগাছি উপজেলায় ৯ জন, ধামইরহাট উপজেলায় ৪ জন, সাপাহার উপজেলায় ৮ জন এবং পোরশা উপজেলায় ১ জন। জেলায় এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয় ২০ হাজার ৬শ ৫১ ব্যক্তিকে।

এই ২৪ ঘন্টায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭৪ জনকে। এ পর্যন্ত মোট ছাডপত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৭শ ৩৯ জন। বর্তমানে কোয়ারেন টাইনে রয়েছেন ৯শ ১২ জন।

এ সময় নতুন করে সুস্থ্য হয়েছেন ২৩ জন এবং সর্বমোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৭শ ২৪ ব্যক্তি। বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ ব্যক্তি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি