1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের শুকরিপাড়া হাইস্কুলের গেইট নির্মান নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৫৯ বার দেখা হয়েছে

হবিগঞ্জের শুকরিপাড়া হাইস্কুলের গেইট নির্মান নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রাম বাসির মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের শুকরিপাড়া হাইস্কুলে গেইট নির্মান নিয়ে ঐ স্কুলের ছাত্র ছাত্রীর অভিবাবকদের মধ্যে মিশ্র প্রতাক্রিয়া দেখা দিয়াছ। এ নিয়ে ঐ এলাকায় গ্রামবাসির মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।য়ে কোন সময় দুই দল লোকের মধ্যে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।স্হানীয় সুত্রে জানা যায় য়ে শুকড়িপাড়া উচ্ছ বিদ্যালয়টি ১৯৬৫ ইং সালে প্রতিষ্টিত হয়।স্কুল প্রতিষ্টাতা ছিলেন মৃত আলহাজ্ব মোঃ জবরু মিয়া। স্কুল প্রতিষ্টার লগ্নে বিদ্যালয়ের দক্ষিন দিকে ১ টি বড় গেইট ও একটি মিনি গেইট দেয়া হয়।স্কুল প্রতিষ্টাতা জবরু মিয়া মৃত্যুর পর পর্যায়ক্রমে কমিটির সভাপতি নুরুল হক তালুকদার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, তাজুল ইসলাম ফরিদ ঐ স্কুলের সভাপতি নিযুক্ত হন।আবিদুর রহমান দীর্ঘদিন স্কুলের সভাপতি দায়িত্বে থাকার পর গত ১ মাস পূর্বে ঐ এলাকার আব্দুল মুকিত আহবায়ক হয়ে এলাকার কিছু লোকজন নিয়ে ৪ সদশ্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করে।কমিটিতে রয়েছে আব্দুর রহিম শিক্ষক সদশ্য,কাজল মিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,আব্দুল আহাদ ছাত্রের অভিবাবক কমিটি গঠনের পর স্কুলে প্রাচীনতম গেইটটি বন্ধ করে দিয়ে স্কুলের পূর্ব দিকে স্হানান্তর করা হয়।বিষয়টি নিয়ে ঐ এলাকার পাইকপাড়া গ্রাম,শরিফাবাদ,দরিয়াপুর,নিতাইরচক,নিজামপুর সহ ৩০/৩৫ টি গ্রামের ছাত্র অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।গত ২ মার্চ শুক্রবার সরেজমিনে গিয়ে জানা যায় ৩৫ টি গ্রামের সুবিধার্থে প্রাচীনতম গেইটটি সঠিকস্হানেই ছিল।ঐ গেইটটি সরিয়ে নেয়ার পর ছাত্র ছাত্রীদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গ্রামবাসি প্রতিবাদ করলে কোন প্রতিক্রিয়া হয়নি।শুরু হয় টান টান উত্তেজনা। স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের অভিমত বিষয়টি  নিয়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।এ ব্যপারে কমিটির সাবেক সভাপতিদের সাথে কথা বললে তারা জানান বর্তমানে যে স্হানে গেইটটি করা হয়েছে এদিকে চার লেনের কাজ চলছে। ভবিশ্যতে ছাত্র ছাত্রী বিদ্যালয়ে প্রবেশ এবং বের হতে ঘটতে পারে সড়ক দূর্ঘটনা মারা যেতে পারে এলাকার সুসন্তানরা। তাদের দাবী পূর্বের গেইট সঠিক ছিল।এ ব্যপারে নিজামপুর ইউ/ পি চেয়ারম্যান তাজ উদ্দীন জানান,গত একমাস ধরে অসুস্হ হয়ে সিলেট ওয়েসসি হাসপাতালে ভর্তি ছিলাম ১ এপ্রিল বৃহসপ্রতিবার বাড়িতে আসার পর থেকে ছাত্র ছাত্রীদের অভিভাবকগন আমার কাছে ঐ সমশ্যাটি তুলে ধরেন। আমি ও উক্ত বিষয়টি সুষ্ট সমাধানের দাবী  জানাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি